শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

মিডফোর্ডে ৩ কোটি টাকার নকল ওষুধসহ আটক ৫৬

ঢাকা: রাজধানীর মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নকল ওষুধসহ ৫৬ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ১০-এর সদস্যরা। অন্যদিকে একই এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৪১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব ১০-এর পরিচালক কর্নেল ইমরান সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মেজর মাহফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওষুধের দোকান থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


এদিকে, একই এলাকায় র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ওষুধের দোকানে নকল ওষুধ রাখার ‍অপরাধে ৪১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে।