ঢাকা : দেশে চলমান হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মুদাতা হিসাবে সাধারণ জনগণও খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বিচার আসলে সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় হয় না, বিচার হয় অপরাধের ধরন অনুয়ায়ী।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতের পরিকল্পিত হত্যাকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে কামরুল ইসলাম এসব কথা বলেন।তিনি বলেন, বিচার আসলে সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় হয় না, বিচার হয় অপরাধের ধরন অনুয়ায়ী।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের শীর্ষ নেতারা কারাবন্দি আছে। সাধারণ মানুষও চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
কামরুল ইসলাম বলেন, প্রত্যক্ষভাবে হত্যাকারীদের বিচারের পাশাপাশি এর পিছনে মুদাতাদেরও ছাড় দেওয়া হবে না।
জামায়াতকে ত্যাগ করে বিএনপিকে সংসদে এসে অন্তবর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।