ঢাকা: সামরিক নিরাপত্তা বিশ্লেষক ও মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী বীরবিক্রম মারা গেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের নেতা ছিলেন।
এছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতারে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে নামাজের জানাযা শেষে বনানী কবরস্থানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে দাপন করা হবে বলে জানা গেছে।