সাভার থেকে: রাষ্ট্রীয় শোকের দিন ফ্যাক্টরি খোলা রাখার প্রতিবাদে এবং সাভারে ধস হওয়া ভবনের মালিককে দ্রুত গ্রেফতার দাবিতে রাস্তায় নেমে এসেছে শতাধিক গার্মেন্টসের হাজারো শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়া-বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু হয়ে চলমান থাকায় বন্ধ হয়ে গেছে মহাসড়কটি।
শ্রমিকদের এ সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সব ধরনের যান চলাচল। উল্লেখ্য, বুধবারের ভবন ধসের পর থেকে সাভার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক বন্ধ রেখে উদ্ধার তৎপরতা চলছে। ফলে আশুলিয়া-বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক হয়ে বিকল্প পথে যান চলাচল করছিল। এখন সেটিও বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, সৃষ্টি হয়েছে যানজটের।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বুধবার ভবন ধসের ঘটনায় পোশাক কারখানার শতাধিক শ্রমিক নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন। এ ঘটনায় সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোকের দিন ঘোষণা করেছে। অথচ অনেক কারখানায় শ্রমিকদের জোর করে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এর প্রতিবাদে এবং ভবন ধসের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে ৮তলা ওই ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে। আহতদের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ আশপাশের অন্য হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।