ঢাকা , ডেস্ক রিপোর্ট : প্রধান বিরোধী দল বিএনপি’র ডাকা ৩৬ ঘণ্টা
হরতালে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার
ভোর থেকে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ
পয়েন্টে অবস্থান নিয়েছে।
রাজধানীর বিএনপি’র নয়াপল্টনস্থ
কার্যালয় থেকে শুরু করে পল্টন, বিজয়নগর, মতিঝিল, যাত্রাবাড়ি, ফার্মগেট,
কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, উত্তরা, মিরপুরসহ পুরো রাজধানী জুড়ে
পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।
পুলিশের মতিঝিল জোনের এডিসি
আসাদুজ্জামান বলেন, মতিঝিল জোন এলাকায় নাশকতা বা কোনও প্রকার অনাকাঙ্খিত
ঘটনা এড়াতে পুলিশ ভোর থেকে তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান
নিয়েছে।
রমনা জোনের ডিসি মারুফ হাসান বলেন, নাশকতা এড়াতে আমরা কঠোর অবস্থানে আছি। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
গুলশান জোনের ডিসি লুৎফুর কবীর
বলেন, কুটনৈতিক এলাকাসহ গুলশান, বারিধারা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল দল কাজ করছে।
পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা কর্মকর্তারাও নজরদারী বাড়িয়েছে বলে জানান তিনি।