নিউজডেস্ক : সাভারে হতাহত মানুষদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা নেব। আমি আহতদের দেখে এসেছি। অনেকের হাত-পা কেটে গেছে। তারা যাতে মাসে অন্তত ১০ হাজার টাকা করে পান, আমরা এ ব্যবস্থা করব।” রোববার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি পঙ্গু হাসাপাতালে সাভারে ভবন ধসে আহতদের দেখে আসেন।
তিনি বলেন, “এরই মধ্যে গার্মেন্ট মালিকরা এক হাজার শ্রমিকের দায়িত্ব নিয়েছেন, তাদের চাকরি দেওয়া হবে।” উদ্ধার তৎপরতা সম্পর্কে তিনি বলেন, “এতো দ্রুত এতো মানুষকে উদ্ধার করার নজীর বিশ্বের কোথাও নেই। আমাদের উদ্ধারকর্মীরা মানবতাবোধের জায়গা থেকে এ কাজ করেছেন। উদ্ধারকাজে এগিয়ে আসার জন্য আমার তাদের ধন্যবাদ জানাই। আহত ও নিহতদের জন্য আমরা সবার সহযোগিতার চাই।” সাভারে ভবন ধসে দায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করব। যে যে দলেরই হোক সেটা বিবেচ্য নয়। আমরা এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছি।”