শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

নতুন ‘ফর্মুলা’ জটিলতা সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

নিউজডেস্ক : নির্বাচনের আগে নতুন ‘ফর্মুলা’ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “নতুন নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না।” দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে টিআইবির নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপনের পরদিন প্রধানমন্ত্রী একথা বলেন, তবে তিনি টিআইবির প্রসঙ্গ উল্লেখ করেননি। টিআইবির প্রস্তাবে বলা হয়েছে, দুই প্রধান রাজনৈতিক জোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ‘সংসদীয় ঐকমত্য কমিটি’ হবে।
এই কমিটি নির্বাচনকালীন সরকারের প্রধানসহ ১১ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা মনোনীত করবে। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন টিআইবিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়নে আলোচনার পরিবেশ প্রয়োজন এবং তা সরকারকে তৈরি করতে হবে। নির্বাচনকালীন সরকারের বিষয়ে যারা ‘ফর্মুলা’ দিচ্ছেন, তাদের বিশ্বের অন্য দেশগুলোর সংসদীয় গণতন্ত্রের রীতি পর্যবেক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার লক্ষ্য হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখা। কেউ যেন জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে। গণভবনে পাবনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা।