ডেস্ক রিপোর্ট : রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে র্যাব রবিবার দুপুরে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বিকেলে সোয়া তিনটার দিকে সাভারে ভবন ধসের উদ্ধার তৎপরতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাইকে এ ঘোষণা দেন।
নানক বলেন, ‘যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, যে সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের, প্রধানমন্ত্রী তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সোহেল রানা দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে পাঁচ মিনিট আগে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বিকেলে সোয়া তিনটার দিকে সাভারে ভবন ধসের উদ্ধার তৎপরতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাইকে এ ঘোষণা দেন।
নানক বলেন, ‘যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, যে সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের, প্রধানমন্ত্রী তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সোহেল রানা দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে পাঁচ মিনিট আগে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’