ঢাকা : নিউজডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। বুধবার বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই কর্মসূচির কথা সাংবাদিকদের জানান। “জামায়াত-শিবিরের হরতাল প্রতিহত করতে অতীতে আমরা মাঠে ছিলাম। আগামীকালও থাকব।
এবার শুধু জামায়াত-শিবিরকে প্রতিহত নয়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে,” বলেছেন তিনি। সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে শিবির। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিও জানিয়ে আসছে। ইমরান বলেন, “হরতাল প্রতিহত এবং জামায়াত-শিবিরকে প্রতিরোধের অংশ হিসাবে কালো পতাকা মিছিল করবে গণজাগরণ মঞ্চ।” সকাল ১১টায় শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে বাংলা মটর হয়ে মগবাজার পর্যন্ত যাবে। এরপর মিছিলটি ফিরে আসবে শাহবাগে। মুক্তিযুদ্ধের সপক্ষের সব মানুষকে কালো পতাকা নিয়ে সারাদেশে মিছিল করার আহ্বানও জানিয়েছেন ইমরান। সকালে কালো পতাকা মিছিলের পর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে গণজাগরণ মঞ্চে। এদিকে বুধবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চে চলছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাঝে চলছে স্লোগানও।