ঢাকা : বাংলাদেশের আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কানাডিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। সেইসঙ্গে এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও একই মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। যা বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞায় মূল প্রতিষ্ঠানের পাশাপাশি লাভালিনের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক।
গতকাল বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর গত জানুয়ারির শেষে সরকার তাদের না করে দেয়। এ প্রকল্পের কাজ পেতে দুর্নীতির অভিযোগে কানাডায় এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিচার চলছে। সম্প্রতি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির বিষয়টি আলোচনায় আসলে বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটির দুর্নীতি খতিয়ে দেখছে বিশ্বব্যাংক।