সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত আব্দুল হামিদ

ঢাকা: আব্দুল হামিদকে ‍রাষ্ট্রপতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতির নির্বাচন হওয়ার কথা থাকলেও রোববার নির্ধারিত দিনে আব্দুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা না পড়ায় সোমবার সকালে নির্বাচন কমিশন তাকে বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি বলে ঘোষণা করে। সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে আব্দুল হামিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


এ সময় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাদের ঘোষণার ফলে গত ২০ মার্চ জিল্লুর রহমানের মৃত্যুতে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তৈরি হওয়া সব আলোচনার পরিসমাপ্তি ঘটলো। কার্যত অসুস্থতার কারণে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর এক সপ্তাহ আগে থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন আব্দুল হামিদ। তবে দাপ্তরিক কাজে বঙ্গভবনে যাওয়া-আসা করলেও সংসদে ভবনে স্পিকার হিসাবে তার জন্য বরাদ্দ বাসভবনেই রয়ে যান কিশোরগঞ্জের এই কৃতি সন্তান।