ঢাকা : সাভারে ভবন ধসের ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সরকার বিনামূল্যে সহায়তা দেবে বলে জানান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় আইন সহায়তা দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “হতাহত পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার। এছাড়াও শ্রমিকদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার জন্য শ্রমিক আইন সহায়তা সেল তৈরি করা হয়েছে। ভবন ধসের ঘটনায় জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের প্রচলিত আইনে বিচার করা হবে। দেশে যে বিদ্যমান আইন রয়েছে সেই আইনেই অপরাধীদের বিচার করা হবে। এছাড়া শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে শিল্পপতিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।শ্রমিকদের অধিকার বিষয়ে আরো সচেতন হতে প্রয়োজনীয় আইন করবে সরকার। এখন থেকে জেলা জজের নেতৃত্বে প্রতিবছর ২৮ এপ্রিল দেশব্যাপী ‘জাতীয় আইন সহায়তা দিবস’ পালিত হবে। ৬৪ জেলায় সরকারের আইন সহায়তা সংস্থার কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, ২০০৯-১২ সাল পর্যন্ত আইন সহায়তা সংস্থায় মামলা এসেছে ৪৮ হাজার ৪৪৪টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৯ হাজার ১০টি মামলা, যার মধ্যে দেওয়ানি ৬ হাজার ৫৮টি, ফৌজদারি ১২ হাজার ৮৫২টি।