নিউজডেস্ক : সাভারে রানা প্লাজা ধসে প্রধান সমন্বয়কারী ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, সর্বশেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাস্থলের কাছে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এ সময় উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী বলেন, “দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে আসে। আমরা ওপর থেকে গর্ত করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করি। এ কাজে ফায়ার সার্ভিস ও জনগণের সর্বোচ্চ সহায়তা পাই।”তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে সার্বক্ষনিকভাবে খোঁজ খবর নিচ্ছেন। তিনি সর্বশেষ ব্যক্তিকে উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা ওনার নির্দেশ মতো একজন ব্যক্তি জীবিত থাকতে এই স্থান ত্যাগ করবো না।” ৯ পদাতিক ডিভিশনের জিওসি উদ্ধার কাজে সহায়তার জন্য অযথা মানুষকে এখানে ভিড় না করার আহ্বান জানিয়ে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এজন্য সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। একই সঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তিকর সংবাদ যাতে পরিবেশিত না হয় সেদিকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি জানান, বর্তমানে এখানে ঢাকা মেডিকেল কলেজের ১০টি টিম, সেনাবাহিনীর ১০টি টিম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি মেডিকেল টিম কাজ করছে।
এদিকে, বিভিন্ন তলায় আটকে পড়া মানুষের জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার কাজে সহায়তা করতে স্থানীয় মানুষকে এলাকা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।