ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলার কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ যে কোন দিন রায় ঘোষণার কথা জানান।
মঙ্গলবার আসামিপক্ষের যুক্তিতর্কের জবাবে রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্কে অংশ নেন প্রসিকিউটর হায়দারআলী, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। গত ১৫ এপ্রিল আসামিপক্ষে ৩য় ও শেষ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ যে কোন দিন রায় ঘোষণার কথা জানান।
গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের অপরাধের অভিযোগ আনা হয়।