ঢাকা: বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করলে বা এ-সংক্রান্ত যেকোনো অপরাধের শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মর্তুজা আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মতুর্জা আহমেদ জানান, কিছু অনুশাসন সাপেক্ষে এই আইনটির অনুমোদন দেওয়া হয়েছে। আইনে বিদেশ ফেরত কর্মীদের মামলা করার ও অভিযোগ দায়েরের সুযোগ, ক্ষতিপূরণ ও সব অপরাধের বিচারের নিশ্চয়তার বিধান রাখা হয়েছে। মামলার অভিযোগ গঠনের পর চার মাসের মধ্যে তা নিষ্পত্তি করারও বিধান রাখা হয়েছে।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মর্তুজা আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সংক্রান্ত অপরাধের দ্রুত বিচারে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করতে মোবাইল কোর্ট আইনকে এই নতুন আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজকের বৈঠকে বাংলা একাডেমী আইন-২০১৩ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনে একাডেমীর সভাপতি নিয়োগ থেকে শুরু করে একাডেমীর সাধারণ পরিষদের ও মহাপরিচালকের কার্যাবলী সুনির্দিষ্ট করা হয়েছে।