ঢাকা : যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সোমবার বিকালে বস্টন ম্যারাথনের ফিনিশিং লাইনে কাছে সন্ত্রাসী হামলায় এক শিশুসহ তিনজন নিহত ও অনেকে আহত হওয়ায় আমি গভীর শোকাহত।”
যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের মানবতাবিরোধী অপরাধের হোতারা শাস্তি এড়াতে পারে না। তিনি বলেন, “এই শোকের মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে রয়েছে বাংলাদেশ ও তার জনগণ।”বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।