কুমিল্লা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি ফটিকছড়িতে সংঘটিত সহিংসতা থেকে শিক্ষা নিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আহ্বান জানিয়েছেন। যোগাযোগমন্ত্রী সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় কুমিল্লার মিয়াবাজারে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। খবর বাসসের।
তিনি বলেন, বিগত চারদশক ধরে সাম্প্রদায়িক প্রতিপক্ষ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। বিপুল সংখ্যক জনবল ও অস্ত্রবলে তারা বলীয়ান হয়েছে। দীর্ঘদিন ধরে তারা নিরব এ্যকশনে ছিল। এর বিপরীতে আমরা শুধু সরব ভাষণ দিয়েছি, লিপ সার্ভিস দিয়েছি, স্লোগান দিয়েছি। এর উজ্জ্বল প্রমাণ ফটিকছড়ি।মন্ত্রী বলেন, কিছু-কিছু রাজনীতিবিদের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য সাংঘর্ষিক রাজনীতির উপাদানভুক্ত হচ্ছে। এ ধরনের উষ্কানিমূলক বক্তব্য হতে সরে আসা উচিত।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের সকল প্যাকেজের কাজ আগামী ডিসেম্বর নাগাদ দৃশ্যমান হবে। ইতোমধ্যে ২৪৪ টি কালভার্টের মধ্যে ২১৩ টির কাজ সম্পন্ন হয়েছে। ২৩ টি সেতুর মধ্যে ১৭ টির কাজ শতকরা ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে।
সেতু উদ্বোধনকালে প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে হাসান আলম, প্রকল্প কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।