ঢাকা: সাভার দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছুটি থাকবে না। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, “শোক ঘোষণার ফাইল স্বাক্ষর করেছি। মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে স্বাক্ষর করিয়ে দেওয়া হবে। তবে এদিন ছুটি থাকবে না।” শেখ হাসিনা আরও বলেন, “আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন, “আমি খবর পেয়েছি এ পর্যন্ত ৬৪ জন মারা গেছেন এবং ৬০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮০ জনকে এনাম মেডিকেল কলেজ এবং বাকিদের সিএমএইচ-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীও উদ্ধার কাজ ও চিকিৎসা সেবা দিচ্ছে। ঘটনাস্থলে সরবরাহ করা হচ্ছে আক্সিজেন ও পানি। রক্ত দিচ্ছে জাহাঙ্গীরনগর ছাত্রলীগ নেতা-কর্মীরা।” শেখ হাসিনা বলেন, “ঘটনাস্থলের কাছে দোকানপাট ছিল। মালামাল উদ্ধারের জন্য গিয়েও অনেকে আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে সঙ্গে হরতালের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে পাঠিয়েছি।” শেখ হাসিনা সাভারের এ ঘটনার জন্য সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন। এর আগে জাতীয় সংসদে এ ঘটনায় শোক জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলকে সাভারের ঘটনায় হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ জানিয়েছেন।