ঢাকা, ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। পুলিশ বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা নিয়ে একটি মামলায় তাকে আটক করা হয়েছে। খবর বিবিসি বাংলা
সকাল নয়টার দিকে ঢাকার কারওয়ান বাজার এলাকায় দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মি: রহমানকে আটক করা হয়। তাকে ডিবি পুলিশ বা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একজন বিচারপতির কথোপকথন পত্রিকায় ফাঁস করার অভিযোগ ওঠার পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দু’টি মামলা ছিল । সেই মামলায় তাকে আটক করা হয়েছে।
সকাল নয়টার দিকে ঢাকার কারওয়ান বাজার এলাকায় দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মি: রহমানকে আটক করা হয়। তাকে ডিবি পুলিশ বা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একজন বিচারপতির কথোপকথন পত্রিকায় ফাঁস করার অভিযোগ ওঠার পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দু’টি মামলা ছিল । সেই মামলায় তাকে আটক করা হয়েছে।