ঢাকা: সাভারের ভবন ধসে পড়ার ঘটনাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সাভারে ধসে পড়া রানা প্লাজা পরির্দশন শেষে ঢাকায় ফিরে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “ভবন ধসে মানুষ হত্যার সব দায়ভার সরকারকেই নিতে হবে। উদ্ধার কাজে সরকারের অবহেলায় এতো মানুষ মারা গেছে।”
সরকারদলীয় লোকজন কাজে ব্যাঘাত ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “উদ্ধার কাজে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী যোগ দিতে এতো মানুষের প্রাণহানি ঘটতো না। নিহতদের প্রতি পরিবারকে ২০ লাখ করে টাকা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “বিএনপির সারা জীবন নিহতদের পরিবারের পাশে থাকবে।” সংবাদ সম্মেলনে আরো ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ প্রমুখ। উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ২৪৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো উদ্ধার করা হয়েছে জীবিত প্রায় ২ হাজার জনকে। তাদের মধ্যে সাড়ে সাতশ’ আহতকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ আশপাশের অন্য হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।