ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও দক্ষ একটি বাহিনীতে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। মঙ্গলবার সকালে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু স্থাপনের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা এবং স্বার্থরক্ষার ক্ষেত্রে বিমান বাহিনীর কার্যকারিতা ও সক্ষমতার এক নতুন মাত্রা পেলো।
আগামীতে শান্তি রক্ষা মিশনে আরো সক্ষম বাহিনী হিসেবে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলে তিনি এ প্রত্যাশা করেন।প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু স্থাপনের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা এবং স্বার্থরক্ষার ক্ষেত্রে বিমান বাহিনীর কার্যকারিতা ও সক্ষমতার এক নতুন মাত্রা পেলো।
তিনি বলেন, ইতিমধ্যে কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণসহ সকল উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক কর্মকা- আমরা বাস্তবায়ন করেছি।
এই উদ্বোধনের ফলে কুর্মিটোলা হিসেবে পরিচিত বিমান বাহিনীর ঘাঁটিটি জনবল ও নতুন যন্ত্রাংশসহ ‘ঘাঁটি বঙ্গবন্ধু’ হিসেবে কাজ শুরু করলো। বাহিনীর বহরে যুক্ত হলো আধুনিক এফ-৭ বিজি ১ যুদ্ধ বিমান এবং এম আই ১৭১ এসএইচ হেলিকপ্টার।