ঢাকা, ডেস্ক রিপোর্ট : আগামী ২৯ এপ্রিল দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ এপ্রিল মনোনয়ন বাছাই ও ২৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ইসি সচিবালয় জানায়, সংসদ সদস্যরাই এ নির্বাচনে ভোট দিয়ে থাকে।
সিইসি বলেন, “২৯ এপ্রিল এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে এ নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে কমিশন এ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে।”
এদিকে মঙ্গলবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট আবেদন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদের সচিব, সংসদবিষয়ক সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মো. জিল্লুর রহমান ছিলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি।