ঢাকা : মাহমুদুর রহমানদৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে বিচারপতির স্কাইপে সংলাপ দৈনিক আমার দেশে প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিন ও বাকি দুই মামলায় তিন দিন করে আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পুলিশ গ্রেফতারকৃত মাহমুদুর রহমানকে তিন মামলায় আট দিন করে মোট ২৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তিন মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ডিবি অফিস থেকে দুপুর দুইটা ৩৫ মিনিটে তাকে আদালতে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বিচারপতির স্কাইপে সংলাপ দৈনিক আমার দেশে প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেওয়া, ব্লগারদের লেখা ইন্টারনেট থেকে নিয়ে দৈনিক আমার দেশে প্রকাশ করে সাধারণ মানুষের ধর্মীয় অনভূতিতে আঘাত, উদ্দেশ্য প্রণোদিতভাবে দৈনিকটিতে আদালত, সরকার, ট্রাইব্যুনালসহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখালেখির অভিযোগ রয়েছে।
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধ আইনে মামলাটি দায়ের করেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান। মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান মামলাটি এজাহার হিসেব গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
সকাল নয়টায় রাজধানীর কারওয়ানবাজারের আমার দেশ পত্রিকা অফিস থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।