ঢাকা, ডেস্ক রিপোর্ট : আগামী এক মাসের মধ্যে দেশের
অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে বলে ইউরোপীয় ইউনিয়ন
প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ছয় সদস্য বিশিষ্ট এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইইউ
রাষ্ট্রদূত উইলিয়াম হান্না। কীসের ভিত্তিতে রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে
সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দিতে চাননি অর্থমন্ত্রী।সোমবার সচিবালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইইউ দেশগুলো বাংলাদেশে এফডিআই বাড়াতে চায়।
সে লক্ষ্যে ইইউ প্রতিনিধিরা জাহাজ নির্মাণ, সেবা, ওষুধ ও পাট ইত্যাদি খাতে বিনিয়োগসহ নতুন শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এজন্য এসব খাতে বৈদেশিক বিনিয়োগের কিছু বিধি-বিধান পরিবর্তনের সুপারিশ করেছেন তারা। এগুলোর মধ্যে ‘বৈদেশিক মুদ্রা বিনিময় আইন’ সংশোধন, নতুন শিল্প স্থাপনে বিদেশী শ্রমিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো (বর্তমানে এটা ৫ বছর আছে) ও ওষুধ আমদানির ক্ষেত্রে যে কোনো দেশ থেকে আমদানির অনুমতি প্রদান ইত্যাদি বিষয়ে তারা সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, একইসঙ্গে নীতিমালার প্রণয়নের ক্ষেত্রে স্বল্প মেয়াদের পরিবর্তে দীর্ঘ মেয়াদী নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন ইইউ প্রতিনিধিরা।
তিনি জানান, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাধাসমূহ অপসারণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি এফডিআই কমিটি করা হয়েছে।
ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশে কয়েকটি খাতে বিনিয়োগে তারা আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।