সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

বিধ্বস্ত ভবন পরিদর্শন, হরতাল প্রত্যাহারের আহবান প্রধানমন্ত্রীর

সাভার: সাভারে ভবন ধসের ঘটনায় মানবিক কারণে ১৮ দলীয় জোটের দেওয়া আগামী ২ মে এর হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ও উদ্ধার তৎপরতা পরিদর্শনে এসে তিনি এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, “কেন এই হরতাল দেওয়া হলো, কার উপকারের জন্য? হরতালের পেছনে তারা যে টাকা খরচ করবেন তা যদি অসহায়দের মধ্যে বিতরণ করা হয় তাহলেও কাজে লাগবে।” এ সময় ভবন ধসে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার পাশাপাশি সুস্থ হলে তাদের চাকরির ব্যবস্থা করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।


সোমবার সকাল সোয়া ন’টার দিকে সাভারে আসেন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।  সেখান থেকে সকাল সাড়ে ন’টার দিকে তিনি ধসে যাওয়ার রানা প্লাজার সামনে আসেন। ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আহতদের দেখতে আসেন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ১১টার দিকে তিনি ঢাকায় ফিরে যান।

তার আগমন উপলক্ষে  সাভারে ধসে পড়া ভবনটির আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পরিদর্শনস্থলে নিয়ে আসা হয় ৠাবের ডগ স্কোয়াড। মোতায়েন করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। ধসে পড়া ভবনের চারদিকে জোরদার করা হয় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরা।