ডেস্ক রিপোর্ট : ১৮ দলীয় জোটের হরতালের কারণে গণজাগরণ মঞ্চের ৯ ও ১০ এপ্রিলের কর্মসূচিতে পরিবর্তন এসেছে। রোববার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার।
তিনি জানান, আজ মঙ্গলবার পূর্ব ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তার পরিবর্তে বিকেল ৪টায় গণজাগরণ মঞ্চ থেকে লাঠি মিছিল বের করা হবে। এ ছাড়া ১০ এপ্রিল গণজাগরণ মঞ্চে নতুন প্রজন্মের চিঠি পাঠের আয়োজন করা হবে। এতে নতুন প্রজন্ম তাদের অনুভূতি চিঠি আকারে তুলে ধরবেন। আগামী ১৪ এপ্রিল বিকেলে প্রজন্ম চত্বরে মহাসমাবেশ কর্মসূচি অপরিবর্তিত থাকবে।