ঢাকা, ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘ধর্ম অবমাননা করলে কোনো মিডিয়া ব্যক্তিত্ব, ব্লগার বা রাজনৈতিককে ছাড় দেওয়া হবে না। ধর্ম অবমাননা করায় “আমার দেশ”-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’
বৃহস্পতিবার রাজধানীর জিরো পয়েন্টে কৃষক লীগ আয়োজিত হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। হরতালে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে বিরোধী দলের উদ্দেশে শামসুল হক বলেন, ‘নৈরাজ্যের পথ পরিহার করুন। আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিন। আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না।’
বৃহস্পতিবার রাজধানীর জিরো পয়েন্টে কৃষক লীগ আয়োজিত হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। হরতালে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে বিরোধী দলের উদ্দেশে শামসুল হক বলেন, ‘নৈরাজ্যের পথ পরিহার করুন। আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিন। আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না।’