রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন আবদুল হামিদ

ঢাকা : অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার আবদুল হামিদকে আগামী ২৯ এপ্রিলের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উত্তরসূরি হিসেবে তাকেই ভাবা হচ্ছিল। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে এ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সর্বসম্মতক্রমে আবদুল হামিদের নাম গৃহীত হয়। বৈঠকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বিষয়টি সাংবাদিকদের জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আবদুল হামিদের নাম প্রস্তাব করেন, এতে সমর্থন জানান উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু। আবদুল হামিদ ছাড়া রাষ্ট্রপতি পদে আর কারো নাম কেউ প্রস্তাব কেউ করেনি। আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের পর সংসদীয় কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্পিকার আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দিতে গেছেন। হুইপ স ম ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, সেগুফতা ইয়াসমিন এমিলি ও অ্যাড. ফজলে রাব্বি।