সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

হেফাজতের দাবি জনগণ মানবে না : মোহাম্মদ নাসিম

নিউজডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মুসলমান নারীরা ধর্ম অনুসারে পর্দা করে চলে। তাদের পর্দার জন্য নতুন করে আইনের প্রয়োজন নেই। হেফাজতের দাবি এদেশের নারী সমাজসহ জনগণ মানবে না। সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 


মোহাম্মদ নাসিম বলেন, “বাংলাদেশে নারী-পুরুষ বাংলা নববর্ষ পালন করে প্রমাণ করে দিয়েছে এদেশে জামায়াত-শিবিরের ঠাই নেই।” নাসিম হেফাজতে ইসলামের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ইসলামের ঠিকাদারি দেওয়া হয়নি। নতুন করে হেফাজতের নামে ইসলামের অপব্যাখা দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করা যাবে না। হেফাজতের দাবির কাছে শেখ হাসিনা ও ১৪ দল মাথানত করবে না। ওই কালো আইন বাংলাদেশে হবে না।”

টিআইবির নির্বাচনকালীন সরকারের ফর্মুলা প্রসঙ্গে নাসিম বলেন, “বিএনপির ফর্মুলা টিআইবির নামে দেওয়া চলবে না। নতুন করে ফর্মুলা দিয়ে কিছু হবে না।” নাসিম বলেন, “আগামী ৫ মে মালয়েশিয়ায় নির্বাচন হবে। সেখানে নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রীই দায়িত্ব পালন করবেন। খালেদা জিয়া আপনি সময়ক্ষেপন না করে সংসদে এসে আলোচনা করুন।” ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন-  জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আবজাল হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত এমএ আজিজ প্রমুখ।