ঢাকা : নিউজডেস্ক : রিমান্ডে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতাকে সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। বুকে ব্যথা অনুভব করায় সালাহউদ্দিনকে বুধবার গোয়েন্দা দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “সালাহউদ্দিন আহমেদ অসুস্থ বোধ করায় তার কথা মতো হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক তাকে দেখছেন।” বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সংবাদ মাধ্যমকে জানান, রাত ৯টার দিকে সালাহউদ্দিন আহমেদকে হাসপাতালে নেয়া হয় বলে তারা জানতে পেয়েছেন। গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সাবেক আমলা সালাহউদ্দিন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য। তার আসনের বর্তমান সংসদ সদস্য তার স্ত্রী হাসিনা আহমেদ।