ঢাকা: আগামী ৮ এপ্রিল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। এছাড়া ৩০ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে ৫ মে ঢাকা অবরোধ করবে তারা। শনিবার বিকেলে মতিঝিলের শাপলা চত্বরের মহাসমাবেশে মওলানা আবু জুনায়েদ বাবুনগরী হরতাল ঘোষণা করেন। এরপর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির ছেলে আনাস মাদানী ৫ মে এর অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করেন।
এছাড়া ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এর আগে আহমদ শফির লিখিত বক্তব্য পাঠ করেন আহাম্মদ শফির ছেলে আনাস মাদানী। তিনি বলেন, “বাংলাদেশকে মূর্তিপূজারীদের দেশ বানানোর পাঁয়তারা চলছে। কিন্তু হেফাজতে ইসলামের কর্মীরা ইসলাম বিরোধী সব কার্যকলাপ বন্ধে বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “আমাদের দাবি কোন রাজনৈতিক দাবি নয়। কাউকে ক্ষমতা থেকে সরাতে বা ক্ষমতায় বসানোর জন্যও এসব দাবি নয়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই ক্ষমতায় থাকতে হবে। ফের ক্ষমতায় আসতে হলেও এসব দাবি মানতে হবে।” আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে ঘোষণা দিয়ে বাবার পক্ষে আনাস বলেন, “ঈমানদার জনতা এ দেশ নিয়ন্ত্রণের অধিকার রাখে।”