ঢাকা : দৈনিক আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের পিআইডি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইনু বলেন, “আইন মেনে ফরম বি স্বাক্ষর করে প্রকাশনা চালাতে পারে আমার দেশ।” পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “তাকে ফৌজদারি আইনের অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।” গণজাগরণ মঞ্চের শ্লোগানকন্যাদের নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি ছোটগল্পের ব্যাপারে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ইনু বলেন, “এ ঘটনায় মর্মাহত কিংবা সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলে মামলা করতে পারেন।”