ঢাকা : পল্টন থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ ৪১ নেতার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন। আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আদনানের আদালত মামলার এ অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।