ঢাকা : ভবন ধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌরসভার দুই প্রকৌশলী এম তেমাম হোসেন ও আলম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে রানা প্লাজার মালিক সোহেল রানার স্ত্রী মিতু ও চাচাতো ভাই জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে রানা প্লাজায় অবস্থিত নিউ ওয়েব বটমস ও নিউ ওয়েব স্টাইল গার্মেন্টসের দুই মালিক বজলুস সামাদ আদনান ও মাহমুদুর রহমান তাপসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই কারখানার মালিকদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় সাভার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এর একটির বাদী পুলিশ এবং অন্যটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ।