ময়মনসিংহ : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, সাম্প্রদায়িকতামূলক যে কোনো প্রকার উস্কানি এ সরকার বরদাস্ত করবে না। সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিশ্বাসী। আর জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের দুশমন।
ময়মনসিংহের গৌরীপুরে নবনির্মিত দ্বিতল থানা ভবন মঙ্গলবার দুপুরে উদ্বোধন শেষে থানা ভবন চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ শান্তির দেশ, সম্প্রীতির দেশ। এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করে আমরা অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে এ দেশকে পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করতে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করবো।”ময়মনসিংহের গৌরীপুরে নবনির্মিত দ্বিতল থানা ভবন মঙ্গলবার দুপুরে উদ্বোধন শেষে থানা ভবন চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জামায়াত-শিবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জামায়াত শিবির ও বিএনপির একাংশ একই সূত্রে কাজ করে যাচ্ছে। এরা মুক্তিযুদ্ধের দুশমন। দেশে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করতে দেয়া হবে না। আমরা ইতোমধ্যে ধর্ম ব্যবসায়ীদের দমন করতে সক্ষম হয়েছি। তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, দেশে অপরাধ করে কেউ রক্ষা পাবে না।”
সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা নিয়ে তিনি বলেন, “দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তারা অন্য দেশ থেকে আসেনি। পুলিশ সদস্যরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, তাদের সহযোগিতা করুন, শান্তিতে থাকুন।”
মন্ত্রী বলেন, “জামায়াত-শিবির যদি এ ধরনের ঘৃণ্য কাজ করে যায় তবে তাদের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করা হবে। সরকার জনগণের শান্তির জন্য যে কোন সিদ্ধান্ত নিতে বদ্ধ পরিকর।”
ময়মনসিংহের পুলিশ সুপারিনটেনডেন্ট মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস।