ঢাকা: পরপর দুদিন পরীক্ষা থাকায় এইচএসসি ও সমমানের ১৯ এপ্রিল শুক্রবারের নির্ধারিত পরীক্ষাগুলো নেয়া হবে আগামী ৩ মে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার সংবাদ মাধ্যমকে পিছিনোর কথা জানান।
সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা থেকে। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে।
আটটি সাধারণ বোর্ডের অধীনে শুক্রবার এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবেএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা থেকে। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কর্মাসে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।