ঢাকা: ৮ এপ্রিল সারা দেশে পতাকা মিছিল ও ৯ এপ্রিল সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া ১০ এপ্রিল আইন মন্ত্রণালয়ের সামনে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি ও ১৪ এপ্রিল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। শনিবার বিকেলে গণজাগরণের পক্ষ থেকে এর মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। ইমরান এইচ সরকার ঘোষণায় জানান, ৮ এপ্রিল হরতালের ডাক দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে ওই দিন সারাদেশে পতাকা মিছিল করা হবে। এর পর দিন ৯ এপ্রিল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হবে। এ ছাড়া জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ১০ এপ্রিল আইন মন্ত্রণালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল ৪টায় শাহবাগ গণজাগরণ চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এ দিনের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ডা. ইমরান এইচ সরকার।