বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ, আপিলের শুনানি ২রা মে

ঢাকা : জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আগামী ২ মে শুরু হবে। সরকারপক্ষ ও আসামিপক্ষের করা আলাদা দুটি আপিলের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একসঙ্গে শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। ২ মের মধ্যে দুই পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে আদালত।
এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলা উঠতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আপিল বিভাগের এই বেঞ্চই জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে দুই পক্ষের আপিল শুনছে।
বৃহস্পতিবার আদালতে সরকারপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। আসামিপক্ষে ছিলেন ট্রাইব্যুনালে সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।