ঢাকা : রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বিরোধী দলকে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সড়ক ভবনে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় চট্টগ্রাম অঞ্চলের ৩০ মিটারের অধিক দৈর্ঘ্যের ২০টি সেতুর নির্মাণকাজ শুরুর লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী বলেন, হরতাল চুড়ান্ত সমাধান নয়। জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে যেকোনো বিষয়ে সমাধানে আসা সম্ভব।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চুক্তির আওতায় চট্টগ্রাম অঞ্চলের ৪টি আঞ্চলিক সড়কে ২০ টি সেতু নির্মাণে ব্যয় হবে ২ শত ৯২ কোটি টাকা। আগামী ২২ মাসের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ শেষ হবে।
অনুষ্ঠানে জানানো হয়, জাইকার অর্থায়নে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ১১৮ টি সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৭৮ টির নির্মাণকাজ চলমান এবং ৪ টির কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর ও ঠিকাদারী প্রতিষ্ঠান মোনিকো-সিপিসি-জেভি-র পক্ষে মো. শফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।