ঢাকা: জেল হত্যা (জাতীয় চার নেতা হত্যা) মামলায় চূড়ান্ত রায়ে পলাতক দুই আসামি এলডি (দফাদার) আবুল হাসেম মৃধা ও দফাদার মারফত আলী শাহকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ দু’জনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের অংশ বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে দেওয়া রায়ে আপিল বিভাগ এ আদেশ দেন।
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩
হিসাব নেই চাপাপড়া লাশের
নিউজডেস্ক : সাভারে ভবন ধসের সপ্তাহ গড়ালেও নিখোঁজের সঠিক কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি, ফলে জানা যাচ্ছে না ভেতরে কত মানুষের লাশ রয়েছে। ছবি নিয়ে এখনো ধ্বংসস্তূপের সামনে জড়ো হয়ে আছেন হাজারো মানুষ, স্বজনের লাশের জন্য অপেক্ষা তাদের। গত ২৪ এপ্রিল কারখানায় থাকা শ্রমিকদের তালিকা পেলে জীবিত ও মৃত অবস্থায় উদ্ধারদের হিসাব করে নিখোঁজদের তালিকা করা যেত। কিন্তু পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র কাছে তালিকা চাইলেও তা পাওয়া যায়নি বলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনী জানিয়েছে।
সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩
সংসদের কর্তৃত্বেও নারী
নিউজডেস্ক : ৪২ বছরের ইতিহাসে প্রথম নারী স্পিকার পেতে যাচ্ছে দেশ। এই পদে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীকে মনোনীত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবারই সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে আবদুল হামিদের উত্তরসূরি নির্বাচন করবেন। তবে সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ৪৬ বছর বয়সি শিরিন শারমিনের স্পিকার হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে এবারই প্রথম সংসদে এলেন পেশায় আইনজীবী শিরিন শারমিন, ছাত্রজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখা এই নারী যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন।
নিয়োগ দুর্নীতি: খোকাসহ ৫৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ঢাকা: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) কর কর্মকর্তাসহ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৫৫ জনকে আসামি করে একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে এ চার্জশিট অনুমোদন দেয় কমিশন। দুদকের উচ্চ পর্যায়ের সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
বিধ্বস্ত ভবন পরিদর্শন, হরতাল প্রত্যাহারের আহবান প্রধানমন্ত্রীর
সাভার: সাভারে ভবন ধসের ঘটনায় মানবিক কারণে ১৮ দলীয় জোটের দেওয়া আগামী ২ মে এর হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ও উদ্ধার তৎপরতা পরিদর্শনে এসে তিনি এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, “কেন এই হরতাল দেওয়া হলো, কার উপকারের জন্য? হরতালের পেছনে তারা যে টাকা খরচ করবেন তা যদি অসহায়দের মধ্যে বিতরণ করা হয় তাহলেও কাজে লাগবে।” এ সময় ভবন ধসে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার পাশাপাশি সুস্থ হলে তাদের চাকরির ব্যবস্থা করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩
রানা গ্রেফতার : সম্পদ তদন্তে মাঠে নেমেছে দুদক
ঢাকা: সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেফতারে রোববার সকাল থেকে শেষ ৬ ঘণ্টা নাটকীয়ভাবে অতিবাহিত হয়। সুচতুর রানার অবস্থান শতভাগ নিশ্চিত হওয়ার পরই তাকে টিভিতে সেই সাভারের সংবাদ দেখা অবস্থায় আটক করতে সক্ষম হয় র্যাব। আর পুরো অভিযানের নেতৃত্ব দেন র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান।
অবশেষে পাঁচদিন পর বিজিএমইএ-র তদন্ত কমিটি
ঢাকা: সাভারের রানা প্লাজা ধসের পাঁচদিন পর বিজিএমইএ ঘটনা তদন্তে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক রফতানিকারকদের সমিতি বিজিএমইএ-এর সভাপতি আতিকুল ইসলাম।তিনি বলেন, “সরকারের পাশাপাশি আমরা উদ্ধার শ্রমিকদের চিকিৎসার মনিটরিং করছি। বর্তমানে ৪শ ৮১ জন আহত শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।”
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে র্যাব রবিবার দুপুরে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বিকেলে সোয়া তিনটার দিকে সাভারে ভবন ধসের উদ্ধার তৎপরতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাইকে এ ঘোষণা দেন।
নানক বলেন, ‘যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, যে সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের, প্রধানমন্ত্রী তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সোহেল রানা দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে পাঁচ মিনিট আগে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বিকেলে সোয়া তিনটার দিকে সাভারে ভবন ধসের উদ্ধার তৎপরতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাইকে এ ঘোষণা দেন।
নানক বলেন, ‘যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, যে সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের, প্রধানমন্ত্রী তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সোহেল রানা দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে পাঁচ মিনিট আগে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
আহতদের জন্য মাসিক ১০ হাজার টাকা: প্রধানমন্ত্রী
নিউজডেস্ক : সাভারে হতাহত মানুষদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা নেব। আমি আহতদের দেখে এসেছি। অনেকের হাত-পা কেটে গেছে। তারা যাতে মাসে অন্তত ১০ হাজার টাকা করে পান, আমরা এ ব্যবস্থা করব।” রোববার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি পঙ্গু হাসাপাতালে সাভারে ভবন ধসে আহতদের দেখে আসেন।
জীবিতদের উদ্ধারে ভারী যন্ত্র ব্যবহার শুরু হচ্ছে
সাভার থেকে : সাভারে রানা প্লাজার ধবংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রথমে ভবনের ওপরের কংক্রিট সরানো হবে।পরে জীবিতদের সন্ধান করা হবে। দুপুর নাগাদ এ যন্ত্রপাতি ব্যবহার শুরু হতে পারে। এরই মধ্যে ভেতরে থাকা সবাইকে সরিয়ে আনা হয়েছে। রোববার সকালে উদ্ধার কাজে ভারী যন্ত্র ব্যবহার নিয়ে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে অংশ নেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব, রেড ক্রিসেন্টসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ বৈঠক শুরু হয়।
রানার আশ্রয়দাতাকেও গ্রেফতার করা হবে: টুকু
নিউজডেস্ক : কোন চিহ্নিত ব্যক্তির বাড়িতেও যদি রানা (সোহেল রানা) থাকে তারপরও তাকে গ্রেফতার করা হবে। যে রানাকে আশ্রয় দেবে তাকেও গ্রেফতার করা হবে। রোববার সকালে সাভারে ধসে পড়া ভবন মালিক সোহেল রানার গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাভারে ধসে পড়া ভবন, ধ্বংসস্তূপ ও উদ্ধার তৎপরতা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। সরকার দলীয় সাংসদ মুরাদ জং ভবন মালিক রানাকে উদ্ধার পরবর্তী সময়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং তিনি জানেন রানা কোথায় রয়েছে, অনেকেই সন্দেহ করছেন।
শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩
লাশ উদ্ধার ৩৫৬, হস্তান্তর ৩৪৮
সাভার থেকে: সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচ থেকে শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ৩৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৪৮ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য লাশগুলো হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
এছাড়া শনিবার ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট জীবিত উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪শ ৭৫ জনে।
এছাড়া শনিবার ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট জীবিত উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪শ ৭৫ জনে।
২ মে ১৮ দলের হরতাল
ঢাকা: আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ১৮ দলীয় জোট। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া ৩০ এপ্রিল সারাদেশে কালো পতাকা উত্তোলন ও ৪ মে ঢাকায় সমাবেশ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চাওয়া হবে। যদি অনুমতি না দেওয়া হয় তাহলে বিজয়নগর নাইট অ্যাঙ্গেলের সামনে সমাবেশ করা হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।
রানা প্লাজা ধসের ঘটনায় সাভার পৌরসভার দুই প্রকৌশলী গ্রেফতার
ঢাকা : ভবন ধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌরসভার দুই প্রকৌশলী এম তেমাম হোসেন ও আলম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে রানা প্লাজার মালিক সোহেল রানার স্ত্রী মিতু ও চাচাতো ভাই জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে রানা প্লাজায় অবস্থিত নিউ ওয়েব বটমস ও নিউ ওয়েব স্টাইল গার্মেন্টসের দুই মালিক বজলুস সামাদ আদনান ও মাহমুদুর রহমান তাপসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই কারখানার মালিকদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩
লাশ উদ্ধার ৩১৬, হস্তান্তর ৩০৯, জীবিত ২৩৭৫
সাভার থেকে: সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য লাশগুলো হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এছাড়া ২ হাজার ৩৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হস্তান্তরের অপেক্ষায় থাকা লাশগুলো সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় রাখা হয়েছে। আহতদের নেওয়া হচ্ছে এনাম মেডিকেলে কলেজ ও হাসপাতালে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
রানা প্লাজার দুই গার্মেন্টস মালিক গ্রেফতার
ঢাকা: সাভারে ধসে পড়া রানা প্লাজায় অবস্থিত দুই গার্মেন্টসের দুই মালিককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর রমনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই মালিক হলেন- নিউ ওয়েব বটমস ও নিউ ওয়েব স্টাইলের দুই মালিক বজলুস সামাদ আদনান (৪৫) ও মাহমুদুর রহমান তাপস। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
রানা প্লাজা ভেঙ্গে পরা প্রসঙ্গে নিজের অবস্থান পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজডেস্ক : সাভারে ভবন ধস নিয়ে ব্যাপক সমালোচিত বক্তব্যের পরিবর্তন করে তার অবস্থান পাল্টেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তথ্য বিকৃতির অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি বলেছি, সকাল সাড়ে আটটার দিকে হরতাল সমর্থনকারীরা তাদের তথাকথিত হরতাল বলবৎ করণের লক্ষ্যে সেই ইমারত প্রাঙ্গনে উপস্থিত হয়ে ভবনের কলামে ফাটল দেখা সত্ত্বেও ভবনের মূল ফটক, ফটক সম্বলিত কলামে ধাক্কাধাক্কি করেছিলেন, যেটা তারা না করলেও পারতেন। একটি দৃশ্যমান ইমারত যখন ভেঙ্গে পড়ছে, যখন ফাটল দেখা যাচ্ছে, তখন সেখানে গিয়ে এই যে কাজ করা হয়েছে- যেটা অমানবিক।’
এ ঘটনা গার্মেন্টস শিল্পের জন্য বড় ধাক্কা: অথর্মন্ত্রী
নিউজডেস্ক : সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ধসের তৃতীয় দিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় তিনি বলেন, “গার্মেন্টেস শিল্পে এ ধরনের ঘটনা বিরুপ প্রভাব ফেলছে। একদিকে হরতাল অন্যদিকে গার্মেন্টস শিল্প থাকা ভবনটি ধসে অনেক লোকের প্রাণহানির ঘটনা এ শিল্পের জন্য বড় একটি ধাক্কা।” তিনি বলেন, “তাজরিন ফ্যাশনের ধাক্কাই আমরা সামলাতে পারেনি। এরপর এ ঘটনা আমাদের জন্য একটি বড় বিপর্যয়।”
দায়ী যে দলেরই হোক শাস্তি পাবে: প্রধানমন্ত্রী
নিউজডেস্ক : সংসদে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় দু:খ প্রকাশ করে বলেছেন, “যারা গার্মেন্টস শ্রমিকদের জোর করে কাজ করাতে বাধ্য করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে। দায়ী ব্যক্তি যে দলেরই হোক, অন্যায় করলে শাস্তি পাবে। আমার দলের হলেও শাস্তি পাবে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে সাভারে ভবন ধসের ঘটনা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবন মালিক রানা সাভার যুবলীগের নেতা নন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “রানা নাকি যুবলীগ নেতা! আমি সাভার যুবলীগ কমিটির তালিকা নিয়ে এসেছি। সেখানে তার কোনো নাম নেই। তিনি দলের কেউ নন। দল ক্ষমতায় এলে অনেকেই ক্ষমতাসীন দলের পরিচয় দেন। দলের দোহাই দিয়ে কেউ রেহাই পাবেন না।”
দুর্ঘটনা নয়, এটা গণহত্যা : মওদুদ
ঢাকা: সাভারের ভবন ধসে পড়ার ঘটনাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সাভারে ধসে পড়া রানা প্লাজা পরির্দশন শেষে ঢাকায় ফিরে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “ভবন ধসে মানুষ হত্যার সব দায়ভার সরকারকেই নিতে হবে। উদ্ধার কাজে সরকারের অবহেলায় এতো মানুষ মারা গেছে।”
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩
সাভারে মৃতের সংখ্যা ১৭৫, চলছে উদ্ধার অভিযান
সাভার থেকে: সাভার বাসস্ট্যান্ডের কাছে ধসে পড়া রানা প্লাজার স্তুপ থেকে ১৭৫ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতালে রাখা মরদেহগুলোর নাম-পরিচয় দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সাভার থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান বাংলানিউউজকে এ সংখ্যা নিশ্চিত করেন। এছাড়া ১৩৩টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। এর আগে সকাল ১১টার দিকে মৃতের সংখ্যা ১৫৫জনের কথা জানিয়েছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।
শ্রমিক বিক্ষোভে বন্ধ মহাসড়ক: ঢাকায় ঢুকতে পারছে না যানবাহন
সাভার থেকে: রাষ্ট্রীয় শোকের দিন ফ্যাক্টরি খোলা রাখার প্রতিবাদে এবং সাভারে ধস হওয়া ভবনের মালিককে দ্রুত গ্রেফতার দাবিতে রাস্তায় নেমে এসেছে শতাধিক গার্মেন্টসের হাজারো শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়া-বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু হয়ে চলমান থাকায় বন্ধ হয়ে গেছে মহাসড়কটি।
বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩
সাভারে ভবন ধসে ১২৯ প্রাণহানি, শনাক্ত ৭৫
সাভার থেকে: ধসে পড়া ভবনের স্তুপ থেকে ১২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মৃতদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এর মধ্যে স্কুলে ৭০টি এবং হাসপাতালে ৫০টি মৃতদেহ। হাসপাতালে রাখা মৃতদেহগুলোর নাম-পরিচয় দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ রাত ৯টার দিকে আরো ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। সেগুলো এনাম মেডিক্যাল নেওয়ার কথা রয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টা নাগাদ ৭৫ টি লাশ শনাক্ত করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. আব্দুল হামিদ
ঢাকা: দেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে এ শপথ বাক্য পাঠ করান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক
ঢাকা: সাভার দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছুটি থাকবে না। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, “শোক ঘোষণার ফাইল স্বাক্ষর করেছি। মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে স্বাক্ষর করিয়ে দেওয়া হবে। তবে এদিন ছুটি থাকবে না।” শেখ হাসিনা আরও বলেন, “আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।”
শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চলবে: জিওসি
নিউজডেস্ক : সাভারে রানা প্লাজা ধসে প্রধান সমন্বয়কারী ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, সর্বশেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাস্থলের কাছে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এ সময় উপস্থিত ছিলেন।
শ্রমিকদের কারখানায় ঢোকানো হয় জোর করে
সাভার : পোশাক শ্রমিকদের জোর করে রানা প্লাজার বিভিন্ন কারখানায় ঢোকানো হয় বলে আহত শ্রমিকরা অভিযোগ করেছেন। আগের দিন ভবনে ফাটল দেখার পরেও বুধবার সকালে নয়তলা ওই ভবনের চারটি ফ্লোরে তৈরি পোশাক কারখানায় কাজ শুরু হয়। ভবনের তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ তলার ফ্যান্টম এ্যাপারেলস লিমিটেড, পঞ্চম তলার ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ষষ্ঠ তলার ঈথার টেক্সটাইল লিমিটেডে পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক কাজ করেন।
সাভারে ধসে পড়া ভবনের ভেতরে হাজারো শ্রমিক, ৮০ লাশ উদ্ধার
সাভার : তাজরীণ গ্রার্মেন্টস ট্রাজেডির রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের শ’শ’ মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে সাভারের শিল্পাঞ্চল এলাকায়। সেবার ছিলো আগুন, এবার ধসে পড়েছে ভবন। সেই ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন কয়েক হাজার শ্রমিক। এ পর্যন্ত ৮০ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত সাভারের ইউএনও কবির হোসেন। আর এ পর্যন্ত তিনশ’ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর মাহবুব। বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের ওই ৮তলা ভবনটি ধসে পড়ে।
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩
দেশের এক ক্রান্তিলগ্নে আমি এই মহান দায়িত্ব পেয়েছি: রাষ্ট্রপতি
নিউজডেস্ক : ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, ... তখন আমায় নাইবা মনে রাখলে।’ জাতীয় সংসদ ভবনের ৪২ বছরের ভালোবাসা ছেড়ে বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নিয়ে কবিগুরুর এই কয়েকটি চরণ আবৃত্তি করে শোনালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ের অনুভূতি ব্যক্ত করেন তিনি। ‘স্বাধীনতা পুরস্কার ২০১৩’ পাওয়ায় জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) শওকত আলী।
সোমবার, ২২ এপ্রিল, ২০১৩
মঙ্গল-বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে গেল
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গল ও বুধবারের টানা ৩৬ ঘণ্টার হরতালের কারণে এই দু’দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচী অনুযায়ী, মঙ্গলবারের পরীক্ষা হবে ১১ মে এবং বুধবারের পরীক্ষা হবে ১০ মে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেন, ২৩ এপ্রিলের পরীক্ষা ১১ মে শনিবার সকাল ১০টা ও দুপুর ২টা এবং ২৪ এপ্রিলের পরীক্ষা ১০ মে সকাল ৯টায় শুরু হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত আব্দুল হামিদ
ঢাকা: আব্দুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতির নির্বাচন হওয়ার কথা থাকলেও রোববার নির্ধারিত দিনে আব্দুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা না পড়ায় সোমবার সকালে নির্বাচন কমিশন তাকে বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি বলে ঘোষণা করে। সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে আব্দুল হামিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার, ২১ এপ্রিল, ২০১৩
কানাডায় রাজসাক্ষী হচ্ছেন অভিযুক্ত লাভালিন কর্মকর্তা
নিউজডেস্ক : পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির তথ্য জানাতে কানাডার আদালতে স্বেচ্ছায় রাজসাক্ষী হচ্ছেন দুদকের মামলায় অভিযুক্ত এসএনসি লাভালিনের কর্মকর্তা। আদালতে তিনি পদ্মাসেতু প্রকল্পে ঘুষের ষড়যন্ত্র এবং নেপথ্যের অনেক কিছু খোলাসা করবেন। রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচ্চ পর্যায়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। পদ্মাসেতু প্রকল্পে দুদকের মামলার কানাডিয়ান তিন আসামি হলেন, এসএনসি লাভালিনের ভাইস-প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট রমেশ শাহ এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল।
নারী সমাবেশে অংশ নিচ্ছে লাখো পোশাকশ্রমিক
নিউজডেস্ক : হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে ২৭ এপ্রিল নারী সমাবেশে অংশ নেবেন লাখো নারী গার্মেন্টসকর্মী। গার্মেন্টস শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল নারী সমাবেশে লক্ষাধিক নারী কর্মী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৬ এপ্রিল থেকে গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে শুরু করা হয়েছে লিফলেট বিতরণ।
হাসনাত আব্দুল হাইকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিউজডেস্ক : দৈনিক প্রথম আলোর পহেলা বৈশাখের বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত ছোট গল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’র লেখক হাসনাত আব্দুল হাইকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন আবদুল হামিদ
ঢাকা : অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার আবদুল হামিদকে আগামী ২৯ এপ্রিলের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উত্তরসূরি হিসেবে তাকেই ভাবা হচ্ছিল। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে এ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সর্বসম্মতক্রমে আবদুল হামিদের নাম গৃহীত হয়। বৈঠকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বিষয়টি সাংবাদিকদের জানান।
শনিবার, ২০ এপ্রিল, ২০১৩
মিডফোর্ডে ৩ কোটি টাকার নকল ওষুধসহ আটক ৫৬
ঢাকা: রাজধানীর মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নকল ওষুধসহ ৫৬ ব্যক্তিকে আটক করেছে র্যাব ১০-এর সদস্যরা। অন্যদিকে একই এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৪১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব ১০-এর পরিচালক কর্নেল ইমরান সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মেজর মাহফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওষুধের দোকান থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মানবমুক্তির চেতনা পরাজিত হতে পারে না: সুলতানা কামাল
আইইবি থেকে: বাংলাদেশ তালেবানি রাষ্ট্র বানানো রুখে দিতে শনিবারের জাতীয় সম্মেলন ডাকা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। শনিবার সকালে ইনস্টিটউশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করাসহ ৫ দফা দাবিতে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে ভয়াবহ আগুন
নিউজডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেট হিসেবে পরিচিত মাল্টিপ্ল্যান সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের ঘটনায় মাল্টিপ্ল্যান সেন্টার বহুতল ভবনটির প্রতিটি ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩
আব্দুল হামিদই পরবর্তী রাষ্ট্রপতি
ঢাকা: অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটই পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে। শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ইঙ্গিত দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইঙ্গিত দেন। আগামী রোববার (২১ এপ্রিল) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আব্দুল হামিদ অ্যাডভোকেটকে মনোনয়ন দেওয়ার পর তিনি নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে।
আন্দালিব রহমান পার্থ এর বক্তব্যে সোস্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ডেস্ক রিপোর্ট : গত বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ে ‘তৃতীয় মাত্রা’ নামে একটি টকশোতে গণজাগরণ মঞ্চ ও ব্লগারদের নিয়ে ‘তীর্যক’ মন্তব্য করেন আন্দালিব, যদিও তিনি বরাবরই দাবি করে আসছেন শাহবাগের চেতনার সঙ্গে তার কোনো দ্বিমত নেই। আলোচনার এক পর্যায়ে ব্লগারদের গ্রেপ্তারের পর মিডিয়ার সামনে দাঁড় করিয়ে রাখার প্রসঙ্গ টেনে আন্দালিব বলেন, “অনেকেই বলছেন, ওদেরকে যেভাবে ধরা হচ্ছে, দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাতে মনে হচ্ছে ওরা জঙ্গি। … জঙ্গি! ওদের তো কান ধরে বসায় রাখার দরকার ছিল, নাকে খত দেওয়া দরকার ছিল। তারা কী এক্সপেক্ট করেছিল, তাদের হাতে রজনীগন্ধা স্টিক দেওয়া হবে।”
তেল আমদানি কমছে
নিউজডেস্ক : হরতালে পরিবহন বন্ধ থাকায় এবং বিদ্যুতের লোডশেডিং কমে যাওয়ায় চলতি অর্থবছরে জ্বালানি তেলের আমদানি কমছে। এর ফলে এ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যাতে সাশ্রয় হবে বিদেশি মুদ্রার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের হিসাবে, ২০১২-১৩ অর্থবছরে সাত থেকে আট লাখ টন জ্বালানি তেল কম আমদানি করতে হবে। জ্বালানি তেল আমদানি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জ্বালানি তেল আমদানির জন্য ২৭১ কোটি ১২ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৩ শতাংশ কম। ২০১১-১২ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে জ্বালানি তেল আমদানির জন্য ৩৩৫ কোটি ৭০ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল।
দুই রায়ের অপেক্ষায় জামায়াত, প্রস্তুতি নাশকতার!
নিউজডেস্ক : আরো দু’টি রায় আসছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। আর আসন্ন এ দুই রায়কে কেন্দ্র করে সারাদেশে আবারও নাশকতার প্রস্তুতি নিচ্ছে জামায়াত-শিবির। রায়ের দিন থেকেই একটানা দুই-তিনদিন হরতাল দেওয়ারও প্রস্ততি নিচ্ছে দলটি। প্রসঙ্গত, সব বিচারিক কাজ শেষে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়কে অপেক্ষামান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কিছু রাজনীতিবিদ মিডিয়ার সামনে ‘স্ট্যান্টবাজি’ করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে : যোগাযোগমন্ত্রী
নিউজডেস্ক : ‘কিছু’ রাজনীতিকদের ‘জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কাদের শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় বলেছেন, কিছু রাজনীতিবিদ মিডিয়ার সামনে ‘স্ট্যান্টবাজি’ করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। “এসব রাজনীতিক পড়ালেখা করে না, পড়াশুনা জানে না, বলার মতো জ্ঞান নেই; তবে মিডিয়ার সামনে স্ট্যান্টবাজি করে।” এ ধরনের রাজনীতিকদের কাছ থেকে সাবধান হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। রাজনীতিকদের নিয়ে সাধারণ মানুষের আস্থাহীনতার কথা তুলে ধরে তা থেকে উত্তরণে দেশের স্বার্থে সবাইকে এক হওয়ার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩
মহাখালীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, একজন নিহত
নিউজডেস্ক : রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর চেয়ারম্যান বাড়িতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনটি শিশু ও একজন নারী আছে। তবে দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মালবাহী ট্রেনটির একটি কনটেইনার পার্শ্ববর্তী বস্তির কয়েকটি ঘরের ওপর আছড়ে পড়ে।
কার্গো ভিলেজে হীরা চুরি: সন্দেহের তীর বিমানের দিকে
ফাইল ফটো |
নিউজডেস্ক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে হীরা চুরি হয়েছে। আর এ ঘটনায় সন্দেহের তীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মী ও কার্গো বিভাগের কর্মীদের দিকে। এ ঘটনায় বিমাবন্দর থানায় মামলা হয়েছে। এরই মধ্যে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পুলিশ ও বিমানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেলো বিশ্বব্যাংক
ঢাকা : বাংলাদেশের আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কানাডিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। সেইসঙ্গে এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও একই মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। যা বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞায় মূল প্রতিষ্ঠানের পাশাপাশি লাভালিনের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক।
জলবিদ্যুৎ প্রকল্পে ত্রিদেশীয় বৈঠক বৃহস্পতিবার
নিউজডেস্ক : বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকায় ত্রিদেশীয় বৈঠকে বসছে। অংশীদারিত্বের ভিত্তিতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিবেশী এ দেশ দুটির সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং বিদ্যুৎ কেনাবেচার সম্ভাব্যতা পর্যালোচনা হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)