ঢাকা: ‘আমাদের পতাকা, আমাদের অর্জন’ স্লোগানকে ধারণ করে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় পতাকা উৎসব। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন এ পতাকা উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, “সারা জাতি আজ রুখে দাঁড়িয়েছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে।
আমাদের ভবিষ্যৎ হচ্ছে তরুণ প্রজন্ম। এর জন্য আমরা সেক্টর কমান্ডার্স ফোরাম সাত বছর ঘুরে বেড়িয়েছি দেশের বিভিন্ন প্রান্তে। তরুণরা শাহবাগে আন্দোলন শুরু করেছে- তারা সফল হবেই।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা একে অপরের সঙ্গে দেখা হলে বলতাম জয় বাংলা। এখন থেকে আমরা সবাই আবার জয় বাংলা ব্যবহার করবো।”বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাশ বলেন, “বঙ্গবন্ধু ও জয় বাংলা স্লোগানকে যে দলীয়করণ করা হয়েছে তা বন্ধ করতে হবে। এসব বিকৃতি কারা করেছে, কারা করতে পারে তা সবার জানা। কোনো ব্যক্তি যদি লক্ষ্য ছেড়ে অলক্ষ্যকে বা দেবতাকে ছেড়ে বাহনকে পূজা করে, তার শাস্তি অবধারিত।” ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম বলেন, “তরুণ প্রজন্ম শাহবাগে আন্দোলন শুরু করেছে। ৪২ বছর আগে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, তরুণ প্রজন্ম তা আবার শুরু করেছে। স্বাধীনতা যুদ্ধে আমরা যে পতাকা পেয়েছি তা সবাই মিলে সুসংহত রাখবো।” বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাশকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পতাকা উৎসব-২০১৩’র আহ্বায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী, জাতীয় পতাকা উৎসব-২০১৩ এর প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকসহ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেশাত্মকবোধক গান পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উৎসবে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা সম্পাদক হামিদুর রহমানকে শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়। উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘শিশুর তুলিতে আমাদের পতাকা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে জাতীয় পতাকা মিছিল। মিছিলের সম্মুখভাগে থাকবে ৪২ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা। পতাকা মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে উৎসবের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না এবং সাবেক জিএস মাহবুব জামান।