শনিবার, ২ মার্চ, ২০১৩

গণহত্যার সংজ্ঞা জানেন না খালেদা: ইনু

ঢাকা: খালেদা জিয়াকে জামায়াতের স্বঘোষিত আমির আখ্যা দিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির আর নিজস্ব দলের কোন অস্তিত্ব নেই। তাদের রাজনীতির আর কিছু অবশিষ্ট থাকলো না। শনিবার জাসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “খালেদা জিয়া গণহত্যার সংজ্ঞা জানেন না, পড়েন নি। সন্ত্রাস কি তাও পড়েন নি।
তিনি ৭১’র মহাযুদ্ধকে খ‍াটো করেছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য।” ইনু বলেন, “গত ৪৮ ঘণ্টায় বাড়ি, সরকারি স্থাপনা, পুলিশের উপর আক্রমন, চালিয়েছে জামায়াত। তাদের এই সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে দেশজুড়ে ৪২ জন মারা গেছেন। এদের মধ্যে ৬ জন পুলিশ। অথচ খালেদা জিয়া বলছেন, সরকার নিরীহ, নিরস্ত্র, শান্তিপ্রিয় জনগণের উপর হামলা চালিয়ে গণগত্যা করেছে। কিন্তু নিরস্ত্র জনগণের উপর মহাজোট সরকার কিংবা পুলিশ হামলা চালায়নি। রবং পুলিশের উপরই জামায়াতের সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে।” তিনি আরো বলেন, “তারা মসজিদের ভেতরে জায়নামাজ পুড়িয়ে দিয়েছে। মজিদের পবিত্রতা নষ্ট করেছে। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে।” এ সময় শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কক্তব্যকে ডাহা মিথ্যা বলেও উড়িয়ে দেন ইনু।