বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

স্পিকারের সই জাল হচ্ছে!

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সই ও সিল জাল হচ্ছে। খোদ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  “সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের স্বাক্ষর ও সিল জাল করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান গ্রহণের জন্য আবেদন করছেন। এটি প্রতারণার সামিল।”  আরো বলা হয়েছে, “স্পিকার আর্থিক অনুদানের কোনো আবেদনে সুপারিশ করেন না।
প্রতারণার মাধ্যমে কেউ যাতে স্পিকারের নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে স্পিকারের স্বাক্ষর ও সিল সম্পর্কে নিশ্চিত হতে স্পিকারের কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।” সই জাল প্রসঙ্গে স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, “সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে স্পিকারের সই জাল করা একটি চিঠি যায়।  চিঠিটি আর্থিক অনুদানসংক্রান্ত। এতে নকল সিলের ছাপও পাওয়া যায়। কর্তৃপক্ষ স্পিকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এসংক্রান্ত কোনো চিঠিতে তিনি সই করেননি। এরপরই সই জাল করার বিষয়টি ধরা পড়ে।” তবে কে বা কারা সই জাল করার জড়িত তা জানা যায়নি।

এ বিষয়ে যোগযোগের জন্য দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সেগুলো হলো- ০২-৮১৭১৪৫৫ (অফিস), মোবাইল: ০১৮২৫-৯৭৬৮৫৪।