ঢাকা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বিরধীদলের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, “বর্তমানে গণহত্যা শব্দটির অপব্যাখ্যা করা হচ্ছে।” তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে যদি গণহত্যা শব্দটি ব্যবহার করা হয়। তবে ১৯৭১ সালের গণহত্যাকে ছোট করে দেখা হবে।” শনিবার সকালে আগারগাঁও অডিটরিয়ামে সুশাসনের জন্য প্রচারাভিযান-(সুপ্র) আয়োজিত ‘শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসন-নিশ্চিত চায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর মাধ্যমে গণহত্যা সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ড. মিজান বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা প্রসঙ্গে বলেন, “সারা দেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা হচ্ছে- এটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের সামিল। এটা কখনও কাম্য নয়।” গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক আচরণ চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেন ড. মিজান। তিনি আরও বলেন, “আজকে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে। পুলিশের উপর অমানবিক আচরণ করা হচ্ছে। সরকারের উচিত এদের উচিত শিক্ষা দেওয়া। ড. মিজান বলেন, “আমি বগুড়ার জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিজের চোখে দেখেছি কিভাবে ছয় জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কোনো পুলিশের হাত নাই কোনো পুলিশের চোখ নাই। সব কিছুই বিভৎস লেগেছে আমার কাছে।” তিনি বলেন, “২০১৩ সালে শাহবাগ জেগে উঠেছে। নষ্ট রাজনীতির দিন শেষ। যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।” এ লক্ষ্যে সবাইকে তরুণ প্রজন্মের সঙ্গে সামিল হওয়ার আহ্বান জানান ড.মিজান। বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, “রাজনীতি যতদিন পরিচ্ছন্ন না হবে ততোদিন সুশাসন আসবে না।” এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ ড. অজয় রায়, অ্যাসোসিয়েট কান্ট্রি ডিরেক্টর (অক্সফাম নভিব) আসন্তা চার্লস সুপ্র’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।