শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

সংসদে বিএনপি সংসদীয় দলের মানববন্ধন

ঢাকা : জাতীয় সংসদে শনিবার বিএনপি সংসদীয় দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল ও বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এম কে আনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এসময় ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের সমালোচনা করে বলেন, “সরকারের মন্ত্রী, এমপিরা স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। এ সব বক্তব্যের কোনো ভিত্তি নেই।” তিনি বলেন, “সংবিধান সংশোধন করে তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছে। আবার তাদেরকেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। সরকার সংলাপ নিয়ে রাজনৈতিক বক্তব্য  দিচ্ছে। যতদিন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি সংলাপের সামনে না নিয়ে আসবে, ততদিন পর্যন্ত সংলাপের কোনো যৌক্তিকতা নেই।" মওদুদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গণতন্ত্রের নামে সরকার ‘তাণ্ডবতন্ত্র’ চালাচ্ছে। আর সেই ‘তাণ্ডবতন্ত্র’ বাস্তবায়ন করছে সন্ত্রাসী পুলিশ বাহিনী দিয়ে। এসময় তিনি অভিযোগ করেন, “সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে।”

বিএনপিকে অসাম্প্রদায়িক দাবি মওদুদ বলেন, “আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী করিনা। আমরা অসাম্প্রদায়িতকায় বিশ্বাস করি।” এম কে আনোয়ার তার বক্তব্যে বলেন, “সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা আবার ক্ষমতায় আসতে চাইছে।" মানববন্ধনে বিএনপির সংসদীয় দলের প্রায় সবাই উপস্থিত ছিলেন। এসময় তারা বিএনপির আটক নেতাকর্মীদের সবার মুক্তিও দাবি করেন।