বুধবার, ২০ মার্চ, ২০১৩

রাষ্ট্রপতির মরদেহ আসছে দুপুরে, শুক্রবার বনানীতে দাফন

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ আসছে বৃহস্পতিবার দুপুর ১২টায়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। দুপুরে মরদেহ এলে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শোকর‌্যালী সহকারে মরদেহ নেওয়া হবে বঙ্গভবনে। শোকর‌্যালী বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার-ফার্মগেইট হয়ে হোটেল রূপসী বাংলা মোড় ঘুরে মৎস্যভবন, আব্দুল গনি রোড ধরে বঙ্গভবনে যাবে।
সেখানে দুপুর দেড়টায় গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য, সাবেক রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও বিচারপতি, সংসদ সদস্য, ডিন অব ডিপ্লোমেটিক কোর ও কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল ৩টা থেকে ৫টায় আত্মীয়-স্বজন ও সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৫টায় সম্মিলিতি সামরিক হাসপাতালের হিমঘরে নেওয়া হবে মরদেহ। রাতে সেখানেই রাখা হবে। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।