ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় হরতাল সমর্থকরা পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিলে মো. সোহেল (১৭) নামের বিক্রয়কর্মী মারাত্মক দগ্ধ হয়েছে। মুখমণ্ডলসহ তার শরীরের প্রায় ৫০ শতাংশই পুড়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে খিলগাঁওয়ে নন্দীপাড়া ত্রিমোহনীর ছোট বটতলায় এ ঘটনা ঘটে। সে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মী।
সোহেল ময়মনসিংহ জেলার কোতায়ালী থানার হাশমত আলীর ছেলে। সে লিভার ব্রাদার্স লিমিটেডের ডিস্ট্রিবিউটর ইছমা গ্রুপ লিমিটেড এ কর্মরত ছিল। ইছমা গ্রুপের মার্কেটিং অফিসার লাভলু মিয়া সংবাদ মাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে শ্রমিক সোহেল ও পিকআপ ভ্যানচালক আল-আমিন পণ্য বিতরণ করতে ইছমা গ্রুপের ব্র্যাঞ্চ কার্যালয় ১০৫/বি মালিবাগ থেকে খিলগাঁও নন্দীপাড়া ত্রিমোহনী ছোট বটতলায় যায়। সেখানে পিকআপ ভ্যান রেখে চালক আল-আমিন নেমে পণ্য মাল সাজানো শুরু করে। এসময় সোহেল পিকআপ ভ্যানের মধ্যে বসে ছিল। এ অবস্থায় তিনজন পিকেটার ভ্যান লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতলে আগুন জ্বালিয়ে তা ছুড়ে মারে। এতে সোহেল মারাত্মক অগ্নিদগ্ধ হয়। পিকআপ ভ্যান চালক স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ বিষয়ে খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।” এর আগে রোববার রাতে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলভর্তি বোতলের আগুন তিন চিকিৎসক আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।