ঢাকা : মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানান। এসময় প্রণব মুখার্জি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছাও জানান।
দীপু মনি বলেন, “সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আধাঘণ্টা প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক হয়। এ বৈঠকে প্রণব মুখার্জি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- ভারত প্রথম বিশ্বযু্দ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অবদান রাখে। কিন্তু বাংলাদেশের মতো আর কোনো দেশ বিদেশিদের এভাবে সম্মাননা দেয়নি। এতে তিনি ‘অভিভূত’ বলে প্রধানমন্ত্রীর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।” দীপু মনি বলেন, “ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, সাহসিকতা, সুদূরপ্রবাসী এবং দূরদর্শিতার প্রশংসা করেন। তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন- শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং তার নেতৃত্বে দেশ অর্থনৈতিক ও সামাজিক যে প্রগতি লাভ করেছে, তা বিশেষ প্রশংসার যোগ্য।” তিনি বলেন, “বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়েও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে প্রণব মুখার্জি মন্তব্য করেছেন। এবিষয়ে তিনি বলেছেন- বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও যখন প্রবৃদ্ধি নিম্নমুখি ছিল, তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিকের ওপরে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে জানান তিনি।” এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বৈঠক শেষে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।