শুক্রবার, ১ মার্চ, ২০১৩

শাহবাগে ঘোষণা: খুনিদের রাজনীতি করার অধিকার নেই

গণজাগরণ চত্বর থেকে: ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, যারা মানুষ খুন করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশকে কেউ জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে না। শুক্রবার বিকেলে শাহবাগের গণজাগরণ চত্বরে সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।  যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলনের ২৫তম দিনে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিকেল সাড়ে চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হয় । সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।