ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুর থেকে চিকিৎসা থেকে না ফেরা পর্যন্ত তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা বাংলানিউজকে এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সমর্থ না হন সে ক্ষেত্রে স্পিকার দায়িত্ব পালান করবেন।
গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরেরর মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। গত ১৩ নভেম্বর রাতে চিকিৎসার জন্য তিনি ঢাকা ত্যাগ করেন। ফুসফুসে মারাত্মক সংক্রমণে ভুগছেন রাষ্ট্রপতি।